Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

47খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০১৫ : প্রথমবারের মত কুকুরের কদর মূল্যায়ন বৃদ্ধি, অধিকতর প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা, কুকুরের প্রতি যতœ বৃদ্ধির জন্য সচেতনতা তৈরির লক্ষ্যে ব্যতিক্রমধর্মী পোষা কুকুর প্রদর্শনী ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জাতীয়ে প্রেস ক্লাবে জাতীয় মুক্তি আন্দোলনের চেয়ারম্যান দার্শনিক জালাল উদ্দিন মজুমদার এ প্রদর্শনীর আয়োজন করেন। প্রদর্শনীতে বিভিন্ন জাতের কুকুর দিয়ে সহযোগিতা করেছে ‘ট্রাস্ট ক্যানেলস অ্যান্ড ইমপোর্টস কুকুর’।
এ প্রদর্শনীতে ১২ প্রজাতির প্রায় ৪০টি কুকুর রয়েছে। এরমধ্যে ল্যাবেডর নামে একটি কুকুর রয়েছে। যেটির ঘ্রাণ নেওয়ার ক্ষমতা সবচাইতে বেশি। এক বিঘা জমির মধ্যে কোনো বোম পেতে রাখলে সেটি খুঁজে বের করতে পারে এ কুকুরটি।
এছাড়াও প্রদর্শনীতে রয়েছে- ডোবারম্যা, ইংলিশ ককার প্যানেল, গোল্ডেন রিকটিভার, পাগ, জার্মান সেফার্ড, রট ইউলার নামক কুকুর।
বেলা ১১টা ৫০মিনিটে প্রদর্শনীর উদ্বোধন করেন প্রাণী সম্পদ অধিদফতরের ভেটেনারি অধ্যাপক ড. মো. হালিম।
প্রদর্শনীতে দুপুর ১টায় পোষা প্রাণীর ফ্রি ভ্যাকসিন প্রদান ও চিকিৎসা। দেড়টায় প্রশিক্ষণ প্রদর্শন। ২টায় পুরস্কার বিতরণ। এবং আড়াইটায় পোষা প্রাণীর র‌্যালি অনুষ্ঠিত হবে।