খোলা বাজার২৪॥ শনিবার, ২৮ নভেম্বর ২০১৫ ক্লাস টেনের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে চার নাবালককে গ্রেপ্তার করল পুলিশ। ধর্ষণের প্রতি মুহূর্তের ভিডিয়ো তুলে অভিযুক্তরা হোয়াটসঅ্যাপে সেই গগঝ ছড়িয়ে দেয় বলেও অভিযোগ।
৮ নভেম্বর ১৫ বছরের ওই ছাত্রীকে পড়াশোনায় কিছু সাহায্যের জন্য নিজের বাড়িতে ডেকে পাঠিয়েছিল অভিযুক্ত ছাত্রটি। পাড়ারই ওই বন্ধুর বাড়ি গিয়ে মেয়েটি দেখে, সেখানে এলাকার অন্যান্য স্কুলের আরও তিন ছাত্র রয়েছে। ‘ওরা আমার উপর উপর্যুপরি শারীরিক অত্যাচার চালায়। অপরাধের সেই ছবি ভিডিয়ো করে ওরা আমাকে হুমকি দিয়েছিল, কারওকে এ বিষয়ে কিছু বললে, ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবে’, জানিয়েছে ওই ছাত্রী। সেই ভয়েই সে এতদিন চুপ করেছিল।
তাঁর বাবা প্রয়াত। আর মা বিদেশে কাজ করেন। মুম্বইয়ের মালাদে দুই বোনকে নিয়ে সে মাসির কাছে থাকে। একদিন হঠাৎই হোয়াটসঅ্যাপে সেই ১২ মিনিটের গগঝ পান মেয়েটির মাসি। স্তম্ভিত হয়ে তিনি ভিডিয়োটি দেখিয়ে ছাত্রীটিকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে, সে কান্নায় ভেঙে পড়ে। পুরো ঘটনা শুনে ২৫ নভেম্বর থানায় ঋওজ দায়ের করেন তিনি।
ভারতীয় দণ্ডবিধির ৩৭৬জি (গণধর্ষণ) ধারায় ও পক্সো আইনে চার নাবালককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের পাঠানো হয়েছে ডোংরি রিমান্ড হোমে।