শুক্রবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের একথা বলেন।
গয়েশ্বর বলেন, নির্বাচনের ফলাফল কি হবে? তা আপনারাও বুঝেন, আমরাও বুঝি। আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, এ নির্বাচনে জনগণ ভোট দিতে পারলে শতকরা ৮০ ভাগের উপরে আমরা আশাবাদী। আর জনগণ ভোট দিতে না পারলে এটা শূন্যের কোঠাতেও হতে পারে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, পৌর নির্বাচনকে তারা ‘আন্দোলনের অংশ’ হিসেবেই দেখছেন। গণতন্ত্র মৃত হোক বা নিহত হোক, সেই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার আন্দোলনের অংশ হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ। জিয়ার আাদশের্র অনুসারী যে যেখানে আছে, সবাই ঐক্যবদ্ধভাবে জনগণকে সাথে নিয়ে এই অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে শামিল হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমাদের নেতা-কর্মীরা জেগেই আছে, জেগেই থাকতে হয়। প্রতিদিন ঘরে ঘরে পুলিশের হানা। সুতরাং ঘুমিয়ে থাকার সুযোগ নেই।