Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
photo-1449321492_106512খোলা বাজার২৪, শনিবার, ৫ ডিসেম্বর ২০১৫ : নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের তারাব পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নাসির উদ্দিনের বাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় নাসির উদ্দিন বাড়িতে ছিলেন। হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।নাসির উদ্দিন বলেন, প্রায় ২০০ সন্ত্রাসী লাঠি ও হকিস্টিক নিয়ে আকস্মিকভাবে তাঁর বাড়িতে হামলা চালায়।এ সময় বাড়িতে‘পারিবারিক মিলাদ-মাহফিল চলতেছিল। হঠাৎ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে একদল লোক আমাদের বাড়ীতে হামলা করে ও ভাংচুর চালায় এবং আগামী ৩০ ডিসেম্বরের আগে এখানে কোনো মিলাদ করা যাবে না বলে তারা হুমকি দিয়ে যায়।বাড়ির কয়েকজন নারী জানান, একদল লোক তাঁদের ধাক্কা দিয়ে বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর করেছে। মিলাদে যোগ দিলে বাচ্চাসহ তাঁদের মেরে ফেলার হুমকি দেয়।রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহীন এ হামলার কথা অস্বীকার করে বলেন, বিষয়টি বিএনপির অভ্যান্তরীণ কোন্দল। তারাব পৌরসভার বর্তমান মেয়র দলের মনোনয়ন না পাওয়ায় তাঁর লোকজনই এ হামলা চালিয়েছে।বর্তমান মেয়র শফিকুল ইসলাম চৌধুরী বিষয়টি অস্বীকার করে ঘটনার তদন্ত ও জড়িতদের শাস্তি দাবি করে বলেন,পারিবারিক না দলীয় কোন্দলের জেরে এই হামলার ঘটনা ঘটেছে তা আমরা জানি না। এটি আসলে তদন্তের বিষয়।নাসির উদ্দিন মুঠোফোনে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোকলেছুর রহমানকে হামলার ঘটনা জানালে তিনি নির্বাচনের পরিবেশ তৈরি করে দেওয়ার আশ্বাস দেন।অতিরিক্ত পুলিশ সুপার মোকলেছুর রহমান বলেন,বেশি না অল্প কিছু লোক নিয়ে মিলাদ পড়াতে পারবেন। নির্বাচন সুষ্ঠুভাবে করতে পুলিশের পক্ষে যা যা করার আমরা সব করব। ইউএনওকে এ হামলার কথা জানিয়েছি।