Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

23খোলা বাজার২৪, রবিবার, ৬ ডিসেম্বর ২০১৫ : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএলে) খেলা রবিবার থেকে আবার শুরু হচ্ছে ঢাকায়। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে যথারীতি এদিন থাকছে দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে ধুঁকতে থাকা সিলেট সুপার স্টার্সের মুখোমুখি হচ্ছে লিগের ওপরের দিকে থাকা দল বরিশাল বুলস। আর পরের ম্যাচে ফেভারিট রংপুর রাইডার্স খেলবে আরেক ফেভারিট ঢাকা ডিনামাইটসের বিপক্ষে।

বরিশাল এই ম্যাচ থেকেই পেয়ে যাচ্ছে তাদের বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস গেইলকে। বিপিএলের আগের দুই আসরে সব মিলিয়ে ৬ ম্যাচ খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই ভয়ঙ্কর খেলোয়াড়। তাতেই টুর্নামেন্ট সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি তার নামের পাশে। আর ঢাকায় পা রেখেই গেইল বলেছেন, ‘ছক্কা’ মারতে এসেছেন তিনি! গেইলকে ছাড়াই অবশ্য বিপিএল কাঁপাচ্ছে মাহমুদ উল্লার বরিশাল। ৬ ম্যাচের ৫টিতে জিতে ১০ পয়েন্ট তাদের। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স রান রেটে এগিয়ে থাকায় আছে পয়েন্ট টেবিলের শীর্ষে।

মুশফিকুর রহিমের সিলেটের অবস্থা ভালো না। এবারের আসরে সবচেয়ে কম জয় পাওয়া দল তারা। ১টি মাত্র জয় তাদের। ৬ ম্যাচের ৫টিতে হেরে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শেষ দল সিলেট। তবে এখনো সেমিফাইনালে খেলার আশা বেঁচে আছে তাদের। তা করতে জয় চাই তাদের। এবারের আসরে আগের দেখায় শাসরুদ্ধকর ম্যাচে বরিশালের কাছে ১ রানে হেরেছিল সিলেট। এটা তাদের প্রতিশোধের ম্যাচও বটে।

সন্ধার খেলায় রংপুর ও ঢাকার লড়াই সেয়ানে সেয়ানে হওয়ার কথা। যদিও এবারের আসরে আগের দেখায় কুমার সাঙ্গাকারার ঢাকাকে ৬৯ রানে উড়িয়ে দিয়ে জিতেছিল রংপুর। ৭ ম্যাচের ৪টিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রংপুর। আর ৬ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রংপুর। দুটি দলই ব্যালান্স। দর্শকরা তাই চমৎকার একটি ম্যাচের আশা করতেই পারেন।