বাড়িভাড়া নিয়ন্ত্রণ কমিশন গঠনে আল্টিমেটামখোলা বাজার২৪, রবিবার, ৬ ডিসেম্বর ২০১৫ : বাড়ির মালিকদের কাছে ঢাকাসহ দেশের বড় শহরের প্রায় পাঁচ কোটি ভাড়াটিয়া জিম্মি হয়ে পড়লেও সরকার এ বিষয়ে উদ্যোগী হচ্ছে না বলে অভিযোগ করেছে ভাড়াটিয়া কল্যাণ সমিতি।
রোববার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বাড়ি ভাড়া নিয়ে বিভিন্ন অভিযোগের পাশাপাশি সঙ্কটের সমাধানে আদালতের নির্দেশনা অনুযায়ী একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিশন গঠনেরও দাবি জানিয়েছে সমিতি।
সংগঠনের সভাপতি মেসবাহ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, “একদিকে লাগামহীন বাড়িভাড়া বৃদ্ধি ও অন্যদিকে যখন তখন স্বল্প নোটিসে ভাড়াটিয়াদের বাড়িছাড়া করছে ভবন মালিকরা। রশিদের পরিবর্তে হাতে হাতে লেনদেন হওয়ায় এনিয়ে আইনের আশ্রয়ও নেওয়া যাচ্ছে না।”
গত ২৫ বছরে (১৯৯০ থেকে ২০১৫) ছয়টি বিভাগীয় শহরে বাড়িভাড়া আড়াইশ শতাংশ বেড়েছে বলেও দাবি করেন তিনি।
মেসবাহ বলেন, “ঢাকা শহরে ৭০ থেকে ৮০ শতাংশ বাসিন্দা ভাড়াটিয়া। চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনা মহানগরীতে ৬৫ শতাংশ ভাড়াটিয়া। অতিরিক্ত ভাড়ার চাপে এই মানুষগুলোর জীবন বিপর্যস্ত।”
সমিতির সাধারণ সম্পাদক তৌকির আহমেদ বলেন, চলতি বছরের ১ জুলাই বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের সার্বিক সমস্যা নিরসনে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিশন গঠনের নির্দেশ দেয় হাইকোর্ট। কিন্তু সরকার আন্তরিক না হওয়ায় এখন সেই কমিশন গঠন হয়নি।
২৮ ফেব্র“য়ারির মধ্যে বাড়িভাড়া নিয়ন্ত্রণ কমিশন গঠনের সময় বেধে দিয়ে তিনি বলেন, “পাশাপাশি ভাড়াটিয়া কল্যাণ সমিতির নয় দফা দাবি বাস্তবায়নে কোনো ব্যবস্থা নেওয়া না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তৌকির আহমেদ বলেন, দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে বাসা ভাড়া দিতে লাখ লাখ টাকা অগ্রিম জমা নেয় কর্তৃপক্ষ। কিন্তু এ সংক্রান্ত কোনো চুক্তি তারা করে না।