Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

33খোলা বাজার২৪,শনিবার, ১৯ ডিসেম্বর ২০১৫: ‘রোনালদো উদ্ধত, রোনালদো স্বার্থপর’—ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কে এ ধরনের কথাই সবচেয়ে বেশি শোনা যায়। অথচ মানবতার ডাকে সাড়া দেওয়ার বেলায় অন্য যেকোনো ক্রীড়াবিদের চেয়ে এগিয়ে থাকেন রোনালদো। কিছুদিন আগেই এক সমীক্ষায় দেখা গিয়েছিল, দাতব্য কাজে ক্রীড়াবিদদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন পর্তুগিজ ফরোয়ার্ড। রোনালদোর তাঁর কোমল মনের পরিচয় আবারও দিলেন শুক্রবার। লেবানিজ এক শিশুর স্বপ্ন পূরণ করে।

১২ নভেম্বর লেবানন কেঁপে উঠেছিল দুটি আত্মঘাতী বোমা হামলায়। যে হামলায় প্রাণ হারিয়েছিল ৪৪ জন মানুষ। উদ্ধার কার্যক্রম চলাকালেই খোঁজ মিলল হায়দার মোস্তফা নামে এক শিশুর। তিন বছরের ওই শিশুও বোমা হামলায় আহত হয়েছিল, যে হামলায় সে হারিয়েছে নিজের মা-বাবা দুজনকেই। রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে আহত হায়দার শুয়ে আছে হাসপাতালের বিছানায়, এমন দৃশ্য নাড়া দিয়েছিল সবাইকে। তখনই জানা গিয়েছিল সব হারানো শিশুটির স্বপ্ন—প্রিয় তারকা রোনালদোর সঙ্গে দেখা করা। এরপর থেকেই স্প্যানিশ ক্লাবটি চেষ্টা চালিয়েছে তার ওই স্বপ্ন পূরণে। শেষ পর্যন্ত রোনালদো সেটি সত্যি করলেনও।
গতকাল রিয়ালের তাদের অফিশিয়াল ওয়েবসাইট ও টুইটার পেজে কিছু ছবি প্রকাশ করেছে। সেখানেই দেখা গেল, হায়দার আবারও গায়ে চাপিয়েছে রিয়ালের জার্সি। তবে এই জার্সিতে লেখা হায়দারের নাম, জার্সি নম্বর রোনালদোর ‘৭ ‘। আর সুট পরা রোনালদো তাকে জড়িয়ে ধরে ছবি তুলছেন।

এখানেই শেষ নয়। রোনালদো আর রিয়াল মিলে হায়দারকে উপহার দিয়েছে স্বপ্নের চেয়েও বেশি কিছু। সান্তিয়াগো বার্নাব্যুতে বসে রিয়ালের খেলা দেখার সুযোগ পাচ্ছে হায়দার। রবিবার রায়ো ভায়োকানোর বিপক্ষের ম্যাচটিতেই মাঠে থাকবে সে