খোলা বাজার২৪, মঙ্গলবার,২২ ডিসেম্বর ২০১৫: রসধমবং-(৩)বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধের পক্ষের কোন মানুষ নন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাটভোকেট কামরুল ইসলাম এমপি।
আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, “মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে বেগম জিয়া প্রমাণ করেছেন- তিনি মুক্তিযুদ্ধের পক্ষের লোক নন। তিনি পাকিস্তানের আইএসআই (নিরাপত্তা গোয়েন্দা সংস্থা) এর বাংলাদেশি এজেন্ট হিসেবে রাজনীতি করছেন। দেশের রাজনীতিতে ষড়যন্ত্রকারী, ঘষেটি বেগম হিসেবে চিহ্নিত।”
পৌর নির্বাচন প্রসঙ্গে খালেদা জিয়ার মন্তব্যের তীব্র সমালোচনা করে মন্ত্রী বলেন, “তিনি পৌর নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ঘায়েল করতে চাচ্ছেন, এটার একটাই কারণ- তিনি নির্বাচনে এসেছেন সন্ত্রাস, জ্বালাও-পোড়াও করতে, আওয়ামী লীগকে পরাজিত করতে নয়।”
তিনি আরো বলেন, বিএনপি নেত্রী আন্দোলন করে আওয়ামী লীগকে ঘায়েল করতে পারেনি। এখন পৌর নির্বাচনের মাধ্যমে ঘায়েল করতে চান। রাজনীতিতে এটা স্পষ্ট- পৌর নির্বাচন ভণ্ডুল করতেই বিএনপি এতে যোগ দিচ্ছে।
এর আগে বৃহত্তর কুমিল্লার কৃতী সন্তানদের বিশেষ ডাইরেক্টরি প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন খাদ্যমন্ত্রী। অনুষ্ঠানে তিনি বলেন, “নাড়ির টানে আমি এ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আমি এ অঞ্চলের মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিতে গর্ববোধ করি।”
দেশের বিরুদ্ধে জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্র রুখে দিতে সকলের প্রতি আহ্বান জানিয়ে কামরুল ইসলাম বলেন, দেশের শত্রুদের নিধন করতে হবে। আল-কায়দা বলেন, আইএস বলেন- এরা দেশটাকে গ্রাস করতে চায়। বাংলাদেশের বিরুদ্ধে এই সুগভীর ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে।
অনুষ্ঠানে র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- অধ্যাপক আলী আশরাফ এমপি, ইউসূফ আব্দুল্লাহ হারুন এমপি, দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান প্রমুখ।