Sun. Oct 19th, 2025
Advertisements

10464047_502322283234594_4176508108849051530_nখোলা বাজার২৪,রবিবার, ২৭ ডিসেম্বর ২০১৫: স্বরুপকাঠী পৌরসভা নির্বাচনে ইতিমধ্যে বিএনপি ও ধানের শীষ মার্কার প্রার্থী জনাব শফিকুল ইসলাম ফরিদের ৫০ জন সমার্থক আওয়ামী সন্ত্রাসীদের দারা হামলা ও লাঞ্চনার শিকার হয়েছে। গতকাল শনিবার রাতে থানা বিএনপির যুগ্ন আহবায়ক নাসির আহম্মেদ তালুকদার ও কাজী কামালকে আওয়ামী সন্ত্রসীরা লাঞ্চিত করে। ঠিক একই সময় ছাত্রদল নেতা রাসেল হাওলাদার এর ঘরে ঢুকে তাকে ও তার পিতা আব্দুল মালেক হাওলাদারকে মারাত্মক আগত করেছে। গত রাতে বিএনপি কর্মী মোঃ আজিজুল হক, মোঃ আলামিন, মোঃ মঞ্জু, শ্রমিক দলের সদস্য মোঃ রিপন হাওলাদার, ছাত্রদল নেতা মামুন, ছাত্রদল নেতা জুবায়ের, ছাত্রনেতা রাকিব, রুবেল, মিজান, এদেরকে আওয়ামী সন্ত্রাসীরা মারধর করে এবং ধানের শীষের পক্ষে নির্বাচন না করার জন্য হুমকি প্রদান করে। পিরোজপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক  বলেন নির্বাচনের প্রাককালে এমন চলতে থাকলে নির্বাচন সুষ্ঠ হবে কিনা তা নিয়ে সন্ধেহ দেখা দিয়েছে। তিনি প্রশাসনের কাছে অবিলম্বে এইসমস্ত সন্ত্রাসী কার্যক্রম বন্ধের জোড় দাবি জানান এবং নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রশাসন সহ সকলের কাছে সহায়তা প্রদানের অনুরোধ জানান। তিনি বলেন বর্তমান প্রেক্ষাপটে আমাদের কোন নেতা কর্মী ঘর থেকে বের হতে পারছে না।বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের পথসভায় আসার সময় নেতাকর্মীদের বাধা প্রদান করা হয় এবং পথসভার সামনে দিয়ে মটরসাইকেল মহড়া দিয়ে বিএনপির নেতাকর্মীদের ভয়-ভীতি দেখানো হয়। অনেক কর্মীকে না পেয়ে তাদের পিতা মাতাকে হুমকি দেয়া হচ্ছে। তিনি সকল গনতন্ত্র মনা মানুষকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট প্রদান ও সন্ত্রাসীদের প্রতিহত করার আহবান জানান।