খোলা বাজার২৪,রবিবার, ২৭ ডিসেম্বর ২০১৫: কার্জন হল পরিবেশ ক্লাব আয়োজিত মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ক্যাম্পাসের বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্র্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারিদের মুক্তিযোদ্ধা সম্মননা শনিবার কার্জন হল চত্বরে অনুষ্ঠিত হয়। সম্মননা অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবেক ছাত্র-ছাত্রীদের মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় মুক্তিযোদ্ধা সম্মননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক এমপি এবং সভাপতিত্ব করেন কার্জন হল পরিবেশ ক্লাব, মুক্তিযোদ্ধা সম্মননা কমিটির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কবির আহমেদ খান। অনুষ্ঠানে কার্জন হল ক্যাম্পাসের ৫৫ জন মুক্তিযোদ্ধার তালিকা প্রস্তুত করে এই প্রথমবার তাদের সম্মননা প্রদান করা হয়। সভায় সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার এবং চীফ ইনফরমেশন অফিসার মোঃ মোফাজ্জল হোসেনকে মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় তাকে উত্তরীয় পড়িয়ে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন এবং তাকে সম্মননা ক্রেস্ট তুলে দিয়ে সম্মননা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, এমপি।