Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

45খোলা বাজার২৪, সোমবার, ৪ জানুয়ারি ২০১৬: ইনডোরে ফিটনেস ট্রেনিং শেষ করে গ্যালারি ডিঙিয়ে নির্বাচকদের কক্ষে প্রবেশ করেন বাংলাদেশের টি২০ ও ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রধান নির্বাচক ফারুক আহমেদ হাসিমুখে তাকে অভ্যর্থনা জানান। এরপর মিনিট বিশেকের মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি২০ সিরিজের দল নির্বাচন নিয়ে বৈঠকটা সেরে ফেলেন তারা।
বৈঠক শেষে নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, জিম্বাবুয়ে সিরিজের জন্য ১৪ সদস্যের দল তৈরি করে ফেলেছেন তারা। বোর্ড সভাপতির অনুমোদনের পরই সেটা সবাইকে জানানো হবে।
দলে দুই নবাগত আবু হায়দার রনি ও নুরুল হাসান সোহান রয়েছেন বলে জানা গেছে। বাদ পড়তে পারেন নাসির হোসেন ও লিটন দাস।
এ সিরিজেও তাসকিন আহমেদের সুযোগ মিলছে না বলেও ইঙ্গিত পাওয়া গেছে। নির্বাচনী বৈঠক শেষে মাঠে এসেছিলেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। ড্রেসিংরুমের সামনে দাঁড়িয়ে তিনি তাসকিনের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেন। এরপর তাসকিনের চেহারা দেখেই অনুমান করা গেছে বিষয়টি।
১৪ জনের দলে যে পরিবর্তন আসছে সেটা জানিয়েছেন মিনহাজুল আবেদিন। তিনি বলেন, ‘আজকেই (রোববার) আমরা ১৪ জনের একটা স্কোয়াড দিয়ে দিয়েছি। সভাপতি অনুমোদন দিলে সবাইকে জানানো হবে। আর হাথুরুসিংহে ফেরার পর তাদের কোচিং সেশন শুরু হবে। গত জিম্বাবুয়ে সিরিজে যে টি২০ দলটি ছিল, সেখানে একটু পরিবর্তন তো অবশ্যই আছে। কিছু নতুন খেলোয়াড় দেখা যাবে।’
তিনি আরও বলেন, ‘এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপের আগে নিজেদের সেরা দলটা দাঁড় করানোর চেষ্টা করছি।’
কোচ হাথুরুসিংহের রোববার রাতে ঢাকা ফেরার কথা। তার সঙ্গে আলোচনা করেই দল অনুমোদন করবেন বোর্ড সভাপতি নাজমুল হাসান। নির্বাচকরা অবশ্য এরইমধ্যে ফোনে হাথুরুসিংহের সঙ্গে আলোচনা করে নিয়েছেন।
জানা গেছে, জিম্বাবুয়ের বিপক্ষে ১৪ জনের স্কোয়াডে থাকছেন দুই নবাগত। বাঁ-হাতি পেসার আবু হায়দার রনির সুযোগ পাওয়াটা অনেকটা প্রত্যাশিত। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সর্বোচ্চ উইকেট শিকারি এ তরুণ। তবে তার ভাগ্যটা খুলে গেছে রুবেল হোসেনের চোটের কারণে। আর তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান নাকি কোচ হাথুরুসিংহের পছন্দ। বিপিএলে তার একটি ইনিংসে রীতিমতো মুগ্ধ কোচ।
অন্যদিকে বিপিএলে ব্যাটে-বলে ভালো করায় সুযোগ পাচ্ছেন শুভাগত হোমও।
জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি২০ সিরিজ শুরু হবে ১৪ জানুয়ারি। বাকি তিনটি ম্যাচ হবে ১৬, ১৮ এবং ২১ জানুয়ারি। সবগুলো ম্যাচই হবে সিলেটে। সিরিজটি খেলতে জিম্বাবুয়ে আসবে ১১ জানুয়ারি।