Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

5খোলা বাজার২৪, রবিবার, ১০ জানুয়ারি ২০১৬: মধ্যরাত থেকে ভোর পর্যন্ত দেশের বিস্তীর্ণ এলাকায় বিরাজ করছে মাঝারি থেকে ঘন কুয়াশা। শুক্রবার রাতে ঘন কুয়াশায় দেশের অনেক এলাকায় সড়ক দুর্ঘটনাও ঘটেছে। নৌপথে বিঘিœত হয়েছে যান চলাচল। তবে ঘন কুয়াশায় বিমানের সিডিউল বিপর্যয় হয়নি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জানুয়ারির প্রথমার্ধ বা পৌষ মাসের শেষ সপ্তাহে এমন ঘন কুয়াশা স্বাভাবিক। এজন্য যান চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। পূর্বাভাসে অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানিয়েছেন, জানুয়ারি মাসে দেশের উত্তর, উত্তর-পূর্ব, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
দীর্ঘমেয়াদী পূর্বাভাসের বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জানুয়ারি মাসে দেশের উত্তর, উত্তর-পূর্ব, উত্তর-পশ্চি ও মধ্যাঞ্চলে একটি মাঝারি (তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে তীব্র শৈত্যপ্রবাহ (তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে। দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ (তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে। তবে সার্বিকভাবে এ মাসের গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে।
দেশের উত্তর, উত্তর-পূর্ব, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আজ রবিবারের পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা অঞ্চলসহ সিলেট বিভাগে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যান্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।