Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

murder_2খোলা বাজার২৪, সোমবার, ১৮ জানুয়ারি ২০১৬ :  কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শালঝোড় সীমান্তে এক বাংলাদেশীকে পিটিয়ে হত্যা করে লাশ নিয়ে গেছে বিএসএফ। নিহত আব্দুল গনি গরু ব্যবসায়ী ছিলেন।এ সময় পিটুনিতে আহত আরেক গরু ব্যবসায়ী আলাউদ্দিন বিএসএফের হাত থেকে পালিয়ে আসতে সমর্থ হয়েছে।বিজিবি ও এলাকাবাসী জানায়, শালঝোড় সীমান্তের ৯৮৮ আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে আজ ভোর রাতে গরু আনতে গেলে ভারতে কোচবিহার সীমান্তের টহলরত বিএসএফ তাদের ধাওয়া করে ধরে নিয়ে যায়। এসময় তাদের পিটুনিতে একজন মারা যান এবং অপরজন আহত অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে আসেন। দু’জনের বাড়ি ভুরুঙ্গামারী উপজেলার ধলডাঙ্গা গ্রামে বলে জানা গেছে।

এ ব্যাপারে কুড়িগ্রাম ৪৫ বিজিবি পরিচালক জাকির হোসেন জানান, দু’জন বাংলাদেশী গরু ব্যবসায়ী ভুরুঙ্গামারী উপজেলার শালঝোড় সীমান্তে গরু আনতে গেলে বিএসএফ তাদের আটক করে পিটুনি দেয়। এসময় আব্দুল গনি (৫০) মারা গেলে তার লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে ফেলে রাখে বিএসএফ। অপর গরু ব্যবসায়ী আলাউদ্দিন আহত অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরে চলে আসে। নিহত আব্দুল গনির লাশ ফেরত আনতে বিএসএফের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।