খোলা বাজার২৪,২১ ফেব্রুয়ারি, রবিবার ২০১৬।। মানুষ দিন দিন মোটা হচ্ছে। আর আগে থেকে যারা মোটা তারা আরও মোটা হচ্ছে। সম্প্রতি এক গবেষণায় সব ধরনের মানুষের মধ্যেই বডি মাস ইনডেক্স (বিএমআই) বেড়ে যাওয়ার প্রমাণ পাওয়া গেছে। দৈহিক উচ্চতার সঙ্গে দৈহিক ওজনের অনুপাতই হলো বডি মাস ইনডেক্স (বিএমআই)।
এপিডেমিওলজি ও কমিউনিটি হেলথ সাময়িকীতে প্রকাশিত হয়েছে এ গবেষণা প্রতিবেদনটি। গবেষকেরা যুক্তরাজ্যের বার্ষিক স্বাস্থ্য সমীক্ষা বিশ্লেষণ করে এ তথ্য জানান। বার্ষিক স্বাস্থ্য সমীক্ষায় ২০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের বিএমআই নিয়ে থাকা তথ্য নিয়ে কাজ করেছে গবেষক দলটি। তারা সেখানে থাকা গত ২১ বছরের তথ্য বিশ্লেষণ করেছেন।
যুক্তরাজ্যের গবেষকেরা বলছেন, সমাজের সর্বস্তরে নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই বিএমআই গড় বাড়তে দেখা গেছে।
যুক্তরাজ্যের লিভারপুর বিশ্ববিদ্যালয়ের হেলথ জিওগ্রাফির প্রভাষক মার্ক গ্রিন বলেন, বিএমআই-এর হিসেবে সবার ক্ষেত্রে ওজন খুব বেশি বৃদ্ধি হয়নি তবে এই স্কেলে যাদের বিএমআই বেশি তাদের বিএমআই আরও বাড়ার বিষয়টি লক্ষ্য করা গেছে।
গবেষকেরা বলছেন, বর্তমানে ৬৬ শতাংশ পুরুষ ও ৫৭ শতাংশ নারী অতিরিক্ত ওজন বা স্থূলকায় হয়ে পড়েছেন।