খোলা বাজার২৪,সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০১৬: আওয়ামী লীগ সরকার জনগণের কাছে ভোট ডাকাত সরকার হিসেবে দেশে-বিদেশে পরিচিতি লাভ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আসাদুজ্জামান রিপন।
রোববার বিকেলে পটুয়াখালী জেলা বিএনপির আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জাতীয় সংসদ, সিটি করর্পোরেশন ও পৌরসভা নির্বাচনে বর্তমান সরকার জনগণে গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকার যদি আবারো ভোট ডাকাতি করতে চায়, তাহলে জনগণ ও বিএনপি নেতাকর্মীরা তার প্রতিরোধ করবে বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের প্রতি হঁশিয়ারী উচ্চারণ করে রিপন আরো বলেন, জনগণে চার চারটি ভোট হরণ করেছেন। তাই গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণ চারগুণ ভোট বেশি দিয়ে বিএনপি প্রার্থীকে জয়ী করবে।
জেলা বিএনপির সভাপতি সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ আলতাফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে কর্মীসভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।