Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

34kখোলা বাজার২৪, সোমবার, ২৯ ফেব্রুয়ারি ২০১৬ : ঘরের মাঠে মাদ্রিদ ডার্বি হেরে নিজের হতাশা লুকিয়ে রাখতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। বলে ফেললেন, ‘আমাদের সব ফুটবলার যদি আমার মানের হত, তাহলে আমরা লিগের শীর্ষেই থাকতাম!’এরকম মন্তব্যে বিতর্ক হওয়ারই ছিল। শুরুও হয়েছিল শনিবার রাতে।
পরে সিআর সেভেন যা ধামাচাপা দিতে গিয়ে বললেন, ‘আসলে আমি বলতে চেয়েছি , সবার ফিটনেস লেভেল যদি আমার মতো হত, তাহলে এ রকম হত। ফুটবলার হিসেবে আমার মানের নয়। আমি আমার সতীর্থদের তুলনায় ভালো ফুটবলার নই। ’ রোনালদোর এই ইউ টার্নের পিছনে সার্জিও রামোসের মন্তব্য।
রোনালদোর প্রথম বক্তব্যের পর রামোস নিজের টিমের বাকি ফুটবলারদের হয়ে বলেন, ‘টিমের সব ফুটবলারের জন্য আমরা গর্বিত। এমনকি যারা মাঠে অল্প সময়ের জন্য নেমেছিল তাদের জন্যও। লুকাস বাস্কেস বা হেসে রদ্রিগেসের মতো ফুটবলাররা মাঠে নিজেদের সবটুকু দিচ্ছে। কারণ, তারা জানে প্রথম এগারোয় সুযোগ পাওয়া খুব কঠিন।’
শনিবার অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে আঁন্তোনি গ্রিজমানের একমাত্র গোলে হারতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। যার জেরে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার (৬৬ ) থেকে ১২ পয়েন্ট পিছনে রিয়াল (৫৪)। দু’নম্বরে অ্যাটলেটিকোর পয়েন্ট ৫৮। জিনেদিন জিদানের রিয়াল এই প্রথম ম্যাচ হারল।
ফরাসি কোচ স্বীকার করে নিচ্ছেন, ‘লিগটা আমাদের জন্য শেষ হয়ে গিয়েছে। আমি ম্যাচটার আগে খেলোয়াড়দের বলেছিলাম, পয়েন্ট হারালে আমাদের কাজ আরও কঠিন হয়ে যাবে। তবে আমরা এখনও লড়াই ছাড়ছি না।’ অ্যাটলেটিকোর বিরুদ্ধে ম্যাচে রিয়াল চোটের জন্য পায়নি মার্সেলো এবং গ্যারেথ বেলকে। করিম বেঞ্জেমাকেও তুলে নিতে হয় বিরতিতে।
রোনালদো নিজের ‘ফিটনেস তত্ত্ব’ প্রমাণ করতে গিয়ে বলেছেন, ‘আমি মার্সেলো, বেল বা বেঞ্জেমার সঙ্গে খেলতে পছন্দ করি। এটা বলছি না যে তাদের বদলে যারা খেলেছে সেই হেসে রদ্রিগেজ, লুকাস বাস্কোস বা মাতেও কোবাসিচ ভালো খেলোয়াড় নয়। ওরাও খুব ভালো। কিন্তু একটা হাড্ডাহাড্ডি ম্যাচ জিততে গেলে টিমে সেরাদের চাই।’ যতই সাফাই দিন সিআর সেভেন, তার নিন্দুকরা সরব সুপারস্টারের ‘সেলফিশ’ স্বভাব নিয়ে।