খোলা বাজার২৪, রবিবার, ৬ মার্চ ২০১৬ : সফররত ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় মহাসচিব রাম মাধব আজ দেশে স্থিতিশীলতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেছেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা এসেছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তাঁর ওপর ন্যস্ত দায়িত্ব বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্ব দিয়ে এগিয়ে নেয়ার কারণে বাংলাদেশে উন্নয়ন দেখা যাচ্ছে এবং স্থিতিশীলতা ফিরে এসেছে।
এখানে শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে বিজেপি নেতা এ প্রশংসা করেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান।
বাংলাদেশের গণতন্ত্র বিষয়ে কথা বলতে গিয়ে মাধব বলেন, এখানে রাজনৈতিক দলগুলোকে ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায়’ সঠিক পথে চলতে হবে। যেমন, নির্বাচনে অংশগ্রহণ করলে গণতন্ত্র আরো শক্তিশালী হবে।
সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় বিজেপির মহাসচিব বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।