Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

60kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০১৬ :২০১৮ সালেই বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির। তবে বার্সার হয়ে মেসি অন্তত পরবর্তী পাঁচ বছর খেলবেন বলেও নিশ্চিত করেন ক্লাবের টেকনিক্যাল সেক্রেটারি রবার্ট ফার্নান্দেজ।
এর আগেও কাতালান ক্লাবটির হয়ে খেলোয়াড়ী জীবনের বাকি সময়টা কাটিয়ে দেওয়ার ইচ্ছা ব্যক্ত করেছিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মেসি।
তবে চুক্তি শেষ হওয়ার পর স্প্যানিশ জায়ান্টদের হয়ে তিনি খেলা চালিয়ে যাবেন কিনা তা নিয়ে গুঞ্জন চলছেই। ফার্নান্দেজ অবশ্য নিশ্চিত যে, মেসি অন্তত ২০২১ সাল পর্যন্ত ‍বার্সায় থাকবে যখন নতুন ক্যাম্প ন্যু উদ্বোধন করা হবে।
সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে ফার্নান্দেজ বলেন, ‘এটা নিশ্চিত যে, মেসি ২০২১ পর্যন্ত বার্সাতেই থাকছে। আমরা ইতিহাসের সেরা খেলোয়াড়কে নিয়ে কথা বলছি। যার অসাধারণ ক্রীড়া ও ব্যক্তিগত গুণাবলী রয়েছে। অনেকেই জেনে অবাক হয় যে, সে কতটা নম্র। তার ক্ষমতা ও বুদ্ধিমত্তা স্বাভাবিকের উপরে।’