খোলা বাজার২৪, শনিবার, ১৯ মার্চ ২০১৬ : লিওনেল মেসি। কে না চেনে তাকে! ফুটবল দুনিয়ায় পায়ের জাদুতে এখন সেরাদের একজন। কিন্তু কখনো কী ভেবেছেন এই মেসি যখন অবসরে যাবেন, তখন বার্সেলানার খেলায় হয়তো কিছুটা ভাটাও পড়তে পারে। কিন্তু আপনি মেসি-ভক্ত হয়ে থাকলে আপনার জন্য সুখবর হলো, নতুন মেসির সন্ধান পেয়েছে বার্সেলাোনা। নাম তার পাবলো মোরেনো।
বার্সেলোনার মতো বিশ্বসেরা ক্লাবদের যে শুধু মেসিদের ভালোবাসলেই হয় না। তাদের যে আগামীর মেসিদের তুলেও আনতে হয়। আর বার্সা কিংবা লা মাসিয়া সম্ভবত তাদের নতুন মেসিকে পেয়ে গেছে!
নিচের ভিডিওটা দেখুন। আপনি লা মাসিয়ার যে সেরা ৫ গোল দেখতে পাবেন, তার প্রথম বা ১ নম্বর গোলটিই পাবলো মোরেনোর। আগে গোলটা দেখুন। তারপর ওর চালচলন, গোল করার স্টাইল দেখুন। বল নিয়ে কীভাবে সামনে এগিয়ে যায় দেখুন। এ যেন নতুন মেসি!