খোলা বাজার২৪,শনিবার, ৭ মে ২০১৬: চর্তুথ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কয়েকটি কেন্দ্র ছাড়া ভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ।
শনিবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন।
কাজী রকিবউদ্দিন বলেন, বিগত ধাপের নির্বাচনের চেয়ে চতুর্থ ধাপের নির্বাচনে সহিংসতা কম হয়েছে। কারণ আপনাদের (সাংবাদিক) মাধ্যমে যে সব জায়গার সহিংসতার ঘটনা আমরা জানতে পেরেছি দ্রুত আমরা সেখানে পদক্ষেপ গ্রহণ করেছি। এবং ভোট জালিয়াতির অভিযোগে কয়েকজন প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহারও করেছি।
সিইসি বলেন, নির্বাচনে কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি হওয়ার কারণে ভোটারদের কষ্ট হয়েছে। তবে আমরা দেশব্যাপী নির্বাচন মনিটরিং করেছি, টিভির খবর মনিটরিং করেছি। এছাড়া বিভিন্ন মাধ্যম থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে সংঘর্ষ-গোলযোগ কিছুটা কমেছে।
আশা করছি, সামনের দুই ধাপে কোনো গোলযোগ ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে।
সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আবু হাফিজ ও শাহ নেওয়াজ, ইসি’র সচিব সিরাজুল ইসলাম এবং জনসংযোগ পরিচালক এসএম আসাদ্দুজ্জামান উপস্থিত ছিলেন।