Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

36খোলা বাজার২৪, বুধবার, ১১ মে ২০১৬: এ বছরই ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অক্টোবর মাসে প্রধানমন্ত্রীর এ সফর হতে পারে বলে জানা গেছে। বিমসটেক (দ্যা বে অব বেঙ্গল ইনিসিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন) এর শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। ভারতের রাজধানী নয়াদিল্লিতে সম্মেলন অনুষ্ঠিত হবে।
দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার সাতটি দেশকে নিয়ে বিমসটেক গঠন করা হয়। দেশগুলো হচ্ছে, বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলংকা, থাইল্যন্ড, নেপাল ও ভুটান।
বিমসটেক এর শীর্ষ সম্মেলন হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লী সফরে দ্বিপাক্ষিক অমীমাংসিত বিষয়গুলোই প্রাধান্য পাবে। বিশেষ করে এ সফরে তিস্তা নদীর পানি চুক্তিতে চূড়ান্ত সীলমোহর পড়তে পারে বলে ঢাকা ও নয়াদিল্লি উভয়েই আশাবাদী।
এছাড়া মানবতাবিরোধী অপরাধীদের বিচার নিয়ে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে যে সম্পর্কের অবনতি ঘটেছে তা নিয়ে হাসিনা-মোদী শীর্ষ বৈঠকে আলোচনা হতে পারে।
গত বছরের জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানিয়ে যান শেখ হাসিনাকে। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আতিথেয়তা দিতে বিজেপি সরকার প্রধান আগ্রহের সাথে অপেক্ষা করছে বলে সূত্র জানিয়েছে।