Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

Eid-being-celebratedখোলা বাজার২৪, মঙ্গলবার, ১২ জুলাই ২০১৬: আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ঈদুল ফিতরের বন্দনায় রচিত গানটির পঙ্ক্তির অংশ এই লেখার শিরোনামে উল্লেখ করলাম। প্রতি বছর ঈদুল ফিতরের চাঁদ দেখা গেলে টিভি চ্যানেলগুলোতে একযোগে সম্প্রচারিত হয় ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ কবি নজরুলের জনপ্রিয় গানটি। কথা ও মোহনীয় সুরের কারণে এ গানটির আবেদন অসামান্য। ঈদুল ফিতরের সাম্য, ঐক্য ও সম্প্রীতির বার্তা মুসলিম জাতি ও বিশ্ববাসীর সামনে অসামান্য দক্ষতা ও পাণ্ডিত্যের সঙ্গে কবি নজরুল তুলে ধরেছেন। বর্তমান অপ্রীতিময় অশান্তিপূর্ণ দেশ ও বৈশ্বিক পরিস্থিতিতে শান্তি ও সাম্যের শিক্ষা এবং ইসলামের মানবতাবাদী দর্শনের ব্যাপক প্রচার জরুরি হয়ে দাঁড়িয়েছে।

এবারের ঈদ স্বাভাবিকভাবে খুশির আমেজ নিয়ে আসার প্রত্যাশা ছিল। কিন্তু ঈদের আনন্দ ফিকে হয়ে গেছে। ঈদ আনন্দে ভাটার টান পড়েছে গুলশানে জঙ্গি হামলার ঘটনায়। এর রেশ না যেতেই শোলাকিয়া ঈদগাহে বর্বর জঙ্গি হামলা পুরো জাতিকে স্তুম্ভিত করেছে। একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনায় শুধু দেশের নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে তা নয়, নির্দোষ বিদেশি অতিথিদেরও নির্মমভাবে হত্যা করার ঘটনা দেখে আমরা শোকে-ক্ষোভে স্তুব্ধ হয়ে পড়েছি। সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আসা ঈদুল ফিতরের পাঁচ দিন আগে গুলশানে নৃশংসতা এমনকি ঈদের পবিত্র দিনে ঈদ জামাতে জঙ্গি হামলার মধ্য দিয়ে আমাদের দীর্ঘদিনের লালিত ঐতিহ্য-গৌরব ¤øান হতে বসেছে। জঙ্গিদের প্রতিহত করতে তাই আজ আমাদেরকে ঐক্যের বন্ধন ও সম্প্রীতির ঐতিহ্য পুনরায় ফিরিয়ে আনতে হবে। জঙ্গিদের বিরুদ্ধে গণঘৃণাবোধ জাগ্রত করতে হবে। আমাদের প্রিয় এ স্বদেশকে শান্তির আবাসভূমে পরিণত করতে জঙ্গিবাদবিরোধী শাণিত ঐক্য গড়ে তুলতে হবে।

জঙ্গিবাদ আজ শুধু আমাদের সমস্যা নয়, তা এখন বৈশ্বিক সমস্যা ও গভীর উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইসলামের নামে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকাসহ দেশে দেশে সন্ত্রাসী হামলা ও নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেওয়া হচ্ছে। অথচ সকল ধরনের সন্ত্রাসী কার্যকলাপ ও বর্বর হামলার বিরুদ্ধে ইসলামের অবস্থান প্রত্যন্ত স্বচ্ছ ও স্পষ্ট। ইসলামের নামে জঙ্গিবাদ তথা ত্রাস সৃষ্টির কোনো সুযোগ নেই। ইসলাম মানেই শান্তি। দুনিয়ায় শান্তিু প্রতিষ্ঠা, সত্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করাই ইসলামের মূল লক্ষ্য। যা ইসলামের সোনালি যুগে বাস্তবে দেখিয়ে গেছেন মানবতার নবী হযরত মুহাম্মদ (দ)। পরস্পর সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের ক্ষেত্রে ইসলাম অনন্য নজির সৃষ্টি করেছে। ইসলামের এই শান্তির নীতি আজ অনেকে অনুধাবনে অক্ষম। ফলে বিশ্বে অশান্তি-সংঘাত-হানাহানি-রক্তপাত দিন দিন বেড়ে যাচ্ছে। বৈশ্বিক সমস্যা জঙ্গিবাদ থেকে নিষ্কৃতি খুঁজতে হলে ইসলামের শান্তির দর্শনের বিকাশ ঘটাতে হবে। জনজীবনে স্বস্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে। জঙ্গিদের বিরুদ্ধে বিশ্ব নেতৃত্বকে অভিন্ন সিদ্ধান্তে আসতে হবে। দেশে দেশে সৃষ্টি করতে হবে জঙ্গিবাদ বিরোধী আন্দোলন-আলোড়ন।

কবি নজরুলের ভাষায় প্রেম ও ভালোবাসা ছড়িয়ে দিয়ে বিশ্ববাসীকে ইসলামের মুরিদ বানাতে হবে। উত্তপ্ত অশান্ত বিশ্বে শান্তি ফেরাতে মানুষে মানুষে প্রেমময় সম্পর্ক গড়তে হবে।
আ ব ম খোরশিদ আলম খান : সাংবাদিক, কলাম লেখক।
সূত্র : দৈনিক ভোরেরককাগজ