খোলা বাজার২৪, রোববার, ১৭ জুলাই ২০১৬: জেসিকা চাকমা, রাঙ্গামাটি : ৫ দফা দাবি আদায়ে ২০ জুলাই হতে রাঙ্গামাটি-চট্টগ্রাম-খাগড়াছড়ি-বান্দরবানসহ রাঙ্গামাটির ১৯ রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালনের ডাক দিয়েছে চট্টগ্রাম-রাঙ্গামাটি মোটর মালিক সমিতি। শনিবার সংগঠনটির সভাপতি মো. মঈন উদ্দিন সেলিম ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুর রহমান যৌথস্বাক্ষরে সংবাদ মাধ্যমে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান।
এ বিষয়ে রোববার সরাসরি যোগাযোগ করা হলে চট্টগ্রাম-রাঙ্গামাটি মোটর মালিক সমিতির সভাপতি মো. মঈন উদ্দিন সেলিম বলেন, আমরা দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে পাঁচটি দাবি জানিয়ে আসছি। দাবিগুলো পূরণ করা হবে বলে বারবার আশ্বাস দেয়া হলেও এ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেই প্রশাসনের। আমাদের যে পাঁচটি দাবি সেগুলো হল- রাঙ্গামাটি রুটে বিআরটিসি পরিবহন সম্পূর্ণরুপে বন্ধ করা, পাহাড়িকা সার্ভিসের গাড়ি জনস্বার্থে চট্টগ্রাম শহরের নিউমার্কেট পর্যন্ত চলাচলের ব্যবস্থা নেয়া, রাঙ্গামাটি হতে বড়উছড়ি-রাজস্থলী-বান্দরবান রুটে বন্ধ থাকা রাস্তা মেরামত করে নিরাপদ ও নির্বিঘেœ গাড়ি চলাচলের ব্যবস্থা গ্রহণ, রাঙ্গামাটি কেন্দ্রীয় বাস টার্মিনালের অবৈধ দখলদার উচ্ছেদ এবং শ্রমিক ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করা এবং যত্রতত্র গাড়ি রিকুইজিশন বন্ধ করা।
তিনি বলেন, দাবিগুলো আদায়ে ১৬ জুলাই রাঙ্গামাটি মোটর মালিক সমিতির অনুষ্ঠিত এক সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ১৯ জুলাইয়ের মধ্যে ওই পাঁচটি দাবি পূরণের জন্য প্রশাসনকে জানিয়ে দেয়া হয়েছে। অন্যথায় পরদিন ২০ জুলাই হতে রাঙ্গামাটি থেকে যাতায়াতকারী মোট ১৯টি রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট পালন করা হবে। বিষয়টি রাঙ্গামাটি জেলা প্রশাসকের বরাবরে লিখিত আকারে জানানো হয়েছে।
চট্টগ্রাম-রাঙ্গামাটি মোটর মালিক সমিতির সভাপতি মো. মঈন উদ্দিন সেলিম ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুর রহমান যৌথস্বাক্ষরে জেলা প্রশাসককে দেয়া চিঠিতে বলা হয়েছে, দীর্ঘদিন যাবৎ আমাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আপনার সঙ্গে বারবার যোগাযোগ করা স্বত্ত্বেও আজ পর্যন্ত দাবিগুলো বাস্তবায়ন করা হয়নি। ১৯ জুলাইয়ের মধ্যে দাবি পূরণ করা না হলে ২০ জুলাই হতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করা হবে।