খোলা বাজার২৪, রোববার, ১৭ জুলাই ২০১৬: আব্দুর রহমান রাসেল,রংপুর: গত মঙ্গলবার রংপুরের পীরগাছায় দেউতি রফিকুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে লন্ডন প্রবাসী রাকিবুল ইসলাম একান্ত ও তার সহধর্মীনি রুহেলা ইসলামকে সংবর্ধনার আয়োজন করে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহঃ সভাপতি নজরুল ইসলাম মঞ্জু মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা ফুলের তোড়া ও ফুল ছিটিয়ে তাদেরকে সংবর্ধনা প্রদান করেন। পরে লন্ডন প্রবাসী রাকিবুল ইসলাম ও রুহেলা ইসলাম সকলের উদ্দেশ্যে বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী মোছাঃ রাবেয়া বশরী মিতু। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক রতন কুমার, সহকারী শিক্ষক আনিছুর রহমান, পীরগাছা প্রেস ক্লাবের সভাপতি এম খোরশেদ আলম ও সমাজসেবক এমদাদুল হক, কালু মিয়া প্রমুখ।