Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ০৩ আগস্ট ২০১৬: কুমার, নাটোর:নাটোর সদর থান চত্বর থেকে একটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে, শহরের বঙ্গজল এলাকার আব্দুল বারির ছেলে ওয়ারেন্টভুক্ত আসামী জাহাঙ্গীর আলম বাবু এবং নীচাবাজার চৌধুরী পাড়ার লতিফুল ইসলাম শামিম চৌধুরীর ছেলে আব্দুল গালিব চৌধুরী। বুধবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গত তিন দিন আগে রেজিষ্ট্রেশন বিহিন একটি মোটর সাইকেল আটক করে থানায় আনে পুলিশ। বুধবার সেই মোটর সাইকেলের কাগজপত্র থানায় দেখাতে আসে বাবু ও গালিব নামের দুই যুবক। এ সময় পুলিশের সন্দেহ হলে দেহ তল¬াশি করে তাদের কাছ থেকে একটি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার ও তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নাটোর সদর থানায় আগ্নেয়াস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নজরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে নাটোর সদর থানায় আগ্নেয়াস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।