Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

imagesখোলা বাজার২৪ শনিবার, ৬ আগস্ট ২০১৬: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়াকে সতর্ক করে দিয়ে বলেছেন, সিরিয়ার ‘হন্তারক সরকারের’ প্রতি তাদের সমর্থন যদি অব্যাহত থাকে, তবে ‘দায়িত্বজ্ঞানহীন আচরণের’ কারণে তাদের আন্তর্জাতিক অঙ্গনে জবাব দিতে হবে। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) নির্মূল করার যুদ্ধে রুশ সরকারের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন ওবামা। তবে রাশিয়ার ভূমিকা যেমনই হোক, আইএস নির্মূলে যুক্তরাষ্ট্রের অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন তিনি। তিনি জানান, আইএস আগের চেয়ে অনেকখানিই দুর্বল হয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সদর দপ্তর পেন্টাগনে গত বৃহস্পতিবার নিরাপত্তা ও সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ওবামা। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সামনে সিরিয়ার গৃহযুদ্ধ, আইএসবিরোধী যুদ্ধ, এসব ক্ষেত্রে রাশিয়ার ভূমিকা এবং সর্বোপরি এসব ইস্যুর ভবিষ্যৎ নিয়ে তাঁর বক্তব্য তুলে ধরেন।

পাঁচ বছরের গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পোর মানবিক বিপর্যয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করে ওবামা দাবি করেন, সিরিয়ায় সহিসংতা কমাতে এবং আইএস-আল-কায়েদার বিরুদ্ধে অভিযান জোরদার করতে রাশিয়ার সঙ্গে একজোট হয়ে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত। কিন্তু রাশিয়া প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ‘পরিস্থিতি যতটা খারাপের দিকে গড়িয়েছে, তাতে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার ব্যাপারে রাশিয়ার আন্তরিকতা প্রদর্শনের এখনই সময়।’ সিরিয়ায় গৃহযুদ্ধের শুরু থেকেই বিদ্রোহীদের দমনে প্রেসিডেন্ট আসাদকে সমর্থন দিয়ে যাচ্ছে রাশিয়া, এমনকি জোগাচ্ছে সামরিক সহায়তাও।

গত মাসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রাশিয়া সফরে গিয়ে আইএসবিরোধী হামলায় দুই দেশের সমন্বয় নিশ্চিত করেন। বিশ্বব্যাপী আইএসের বিধ্বংসী হামলা, এমনকি জঙ্গি সমর্থকদের একক হামলার সংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে কেরি ওই সফর করেন। সফরে কী ধরনের পদক্ষেপের ব্যাপারে ঐকমত্য হয়েছে, তা প্রকাশ করেনি কোনো পক্ষ। কিন্তু বৃহস্পতিবার ওবামা বলেন, ‘রুশদের অথবা ভ্লাদিমির পুতিনের (রুশ প্রেসিডেন্ট) ওপর আস্থা রাখা যায় কি না, এ ব্যাপারে আমি কোনো ভরসা পাচ্ছি না। তাই (সিরিয়ায়) সহিংসতা বন্ধে সত্যিই চুক্তি করা সম্ভব কি না, তা আমাদের যাচাই করে দেখতে হচ্ছে।’ তিনি আরো বলেন, ‘যদি সম্ভব না হয়, তবে হন্তারক সরকারের প্রতি সমর্থন দানকারী রাশিয়া নিজেই তাদের এক দায়িত্বজ্ঞানহীন ভূমিকা আন্তর্জাাতিক অঙ্গনে প্রকাশ করে ফেলবে এবং তাদেরকে এ ব্যাপারে জবাবদিহি করতে হবে।’

সিরিয়ার ব্যাপারে রাশিয়ার অবস্থান পাল্টাক বা না পাল্টাক, যুক্তরাষ্ট্র বিশ্বের সব প্রান্তে আইএসবিরোধী অভিযান অব্যাহত রাখবে বলে মন্তব্য করেন ওবামা। ‘ইরাক ও সিরিয়ায় দুর্বল হয়ে পড়া’ আইএস এখন সীমানা পেরিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে হামলা চালাচ্ছে, সে কথা স্বীকার করে তিনি এটাও বলেন, ‘বাস্তবিকই তাদের পরাজয় অবশ্যম্ভাবী।’

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ২০১৪ সালের মাঝামাঝি ইরাক ও সিরিয়ায় আইএসবিরোধী বিমান হামলা শুরু করে। আর রাশিয়া পরের বছর সেপ্টেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের আহ্বানে সাড়া দিয়ে সেখানে বিমান হামলা শুরু করে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, রুশ হামলা যতটা না আইএসের বিরুদ্ধে, তার চেয়ে অনেক বেশি আসাদবিরোধী বিদ্রোহী দলগুলোর বিরুদ্ধে পরিচালিত হচ্ছে। সূত্র : এএফপি, বিবিসি।