খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০১৬: ঘুড়ির সুতায় গলা কেটে ভারতে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। স্বাধীনতা দিবসে ভারতের রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় ঘুড়ি ওড়ানোর সময় এ ঘটনা ঘটে বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।
নিহতরা হলো- সাঁচি গোয়াল (৩) , হ্যারি (৪) এবং জাফর খান (২২)।
বিবিসি বলছে, ১৫ আগস্ট দেশটিতে স্বাধীনতা দিবসসহ আরও অনেক গুরুত্বপূর্ণ উৎসবে ঘুড়ি ওড়ানো বেশ জনপ্রিয় একটি খেলা। কিন্তু কাচের গুঁড়ো দিয়ে ঘুড়ির দড়ি বা সুতা ধারালো করা হয়ে থাকে। একে স্থানীয়ভাবে ‘মাঞ্জা’ বলা হয়। এতে প্রায়ই অনেকের আহত হওয়া এবং প্রাণ হারানোর ঘটনা ঘটে।
আলাদা আলাদা ঘটনায় সাঁচি এবং হ্যারি গাড়ির ছাদের ওপর থেকে ঘুড়ি ওড়ানো দেখার সময় গলায় ঘুড়ির সুতা পেঁচিয়ে কেটে মারা যায়। আর জাফর খান মারা যান মোটরবাইক চালানো অবস্থায় ঘুড়ির রশিতে গলা কেটে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, মূলত অন্যের ঘুড়ি কেটে নিচে নামানোর জন্য রশিতে কাচের গুড়ো ও আঠা দিয়ে ধারালো করা হয়। কিন্তু প্রতিবছরই ঘুড়ির রশি দিয়ে আহত হওয়া এবং প্রাণ হারানোর ঘটনা ঘটে।
ভারতে এর আগে ২০১৪ সালে পাঁচ বছর বয়সী এক মেয়ে শিশু এবং ২০১৫ সালে পাঁচ বছর বয়সী এক ছেলে শিশু ঘুড়ির সুতা পেঁচিয়ে মৃত্যুবরণ করে।
ঘুড়ির সুতায় প্রচুর পাখিও প্রাণ হারায়। গত তিন দিনেই ৫শ পাখিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন পুলিশ সদস্যও আহত হন সোমবার বলে জানিয়েছে বিবিসি।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে নাইলন, প্লাস্টিক কিংবা কাচের গুঁড়ো দিয়ে মাঞ্জা দেয়া সুতা তৈরি ও বিক্রি রাজধানীতে নিষিদ্ধ করার কথা ভাবছে কর্তৃপক্ষ। তারা বলছে, কেউ এ আইন না মানলে তাকে এক লাখ রুপি পর্যন্ত জরিমানার শাস্তি পেতে হবে।