Sat. Oct 25th, 2025
Advertisements

খোলা বাজার২৪,শুক্রবার, ০২ সেপ্টেম্বর ২০১৬:  যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে হারিকেন হারমাইন। ২০০৫ সালের পর এই প্রথম কোন হারিকেন ফ্লোরিডায় আঘাত হানলো।

হারমাইন নাম্বার ওয়ান ক্যাটাগরির হারিকেন হিসেবে শুক্রবার ফ্লোরিডার উপসাগরীয় উপকূলে আঘাত হেনেছে। এর প্রভাবে ওই এলাকায় প্রচন্ড ঝড় বয়ে যাচ্ছে।
গভর্নর রিক স্কট রাজ্যের ৫১ টি কাউন্টিতে জরুরী অবস্থা জারি করেছেন।
জাতীয় হারিকেন সেন্টার (এনএইচসি) জানায়, হারিকেনের প্রভাবে বৃহস্পতিবার ১৩০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যায়।
রাজ্যের রাজধানী টালাহাসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কমপক্ষে ৩২ হাজার বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
রাজধানীর আবহাওয়া কর্মকর্তারা আকস্মিক বন্যার আশংকা করছেন এবং নগরবাসীকে উঁচুস্থানে চলে যাওয়ার আহবান জানিয়েছেন। টালাহাসির দক্ষিণে সেডার কি শহরের উপকূলে ১০ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়তে দেখা গেছে।
গভর্নর স্কট বলেন, ‘এটা জীবনের জন্য হুমকি। আমরা গত কয়েক বছরের মধ্যে এমন হারিকেন দেখিনি।’
তিনি বলেন, ফ্লোরিডা ন্যাশনাল গার্ডের আট হাজার সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। তিনি ফ্লোরিডার উত্তর-পশ্চিমাঞ্চলের পাঁচ কাউন্টি থেকে লোকজনকে সরিয়ে নেয়ার নির্দেশ এবং অন্য তিনটি উপকূলীয় এলাকা থেকে স্বেচ্ছা অপসারণের আহবান জানিয়েছেন।
আবহাওয়া কর্মকর্তারা পূর্বাভাস দিয়েছেন, হারমাইন জর্জিয়া ও ক্যারোলাইনায় আঘাত হানতে পারে এবং আগামী কয়েক দিনের মধ্যে পূর্ব উপকূল বরাবর ভারী বর্ষণ হতে পারে।
জর্জিয়া গভর্নর নাথান ডিল ৫৬ টি কাউন্টিতে জরুরী অবস্থা জারি করেছেন।