খোলা বাজার২৪,রবিবার,০৪ সেপ্টেম্বর ২০১৬: পুরান ঢাকার চকবাজারের সোয়ারিঘাটে একটি বরফ কারখানায় অ্যামোনিয়া গ্যাস নিঃসরণে তিনজন অসুস্থ হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে চম্পাতলীর জুয়েল আইস ফ্যাক্টরিতে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের জিয়াউর রহমান জানান, ধারণা করা হচ্ছে, অ্যামোনিয়া গ্যাস নিঃসরণ হয়েছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় দুই ঘণ্টা কাজ করে। গ্যাসের ট্যাংকটি যাতে বিস্ফোরিত না হয়, সে জন্য প্রায় দুই ঘণ্টা ঠাণ্ডা পানি দেওয়া হয়।
অসুস্থ অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে জুনায়েত নামের চার মাস বয়সী এক শিশু রয়েছে। রাতেই তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে বাড়িতে পাঠানো হয়।