Mon. Oct 20th, 2025
Advertisements

39আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, সংসদ নির্বাচন নিয়ে জনগণ ভাবছে না। নির্বাচনের সময় যখন আসবে তখন আলোচনা হবে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, সংসদ নির্বাচন নিয়ে আরো দুই-তিন বছরের আগে আলোচনার কোনো সুযোগ নেই। বিএনপি এখন সন্ত্রাসী কর্মকাণ্ডের ওপর ভর করেছে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড যখন আইন-শৃঙ্খলা বাহিনী দমনের চেষ্টা করছে তখন তারা এসব অভিযোগ করছে।
এ সময় শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিসহ ছাত্রলীগ, যুবলীগ ও মহিলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।