Mon. Oct 20th, 2025
Advertisements

road-accident-bdসিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ২০ জন। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হেকিমগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোলাপগঞ্জ থানার ওসি এ কে এম ফজলুল হক শিবলী জানান, সকাল সাড়ে ৯টার দিকে হবিগঞ্জ থেকে যাত্রীবাহি একটি বাস সিলেট যাচ্ছিল। পথে উপজেলার হেকিমগঞ্জ এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। এসময় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।