Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
images
খোলা বাজার২৪, মঙ্গলবার,২০ সেপ্টেম্বর, ২০১৬: রংপুরের পীরগঞ্জে কথিক বন্দকযুদ্ধে হুমায়ন কবির নামে এক ‘ডাকাত’ নিহত হয়েছেন। এসময় পুলিশ ওয়ান শুটার গান একটি, দু্ই রাউন্ড গুলি, তিনটি ছোরা উদ্ধার করেছে।
মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে ঘটনায় পুলিশের এএসআই নাজিবুল, কনস্টেবল মিজু ও মতিন আহত হলে তাদেরকে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম জানান, ভোর চারটার দিকে হুমায়ন কবিরকে নিয়ে কুমেতপুর ইউনিয়নের চন্ডিপুর এলাকায় ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করতে যায় পুলিশ সদস্যরা। এসময় ডাকাত দলের সমস্যা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছোড়ে। হুমায়ন কবির পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলিতে নিহত হন।

এই ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র ও সরকারি কাজে বাধা দান, পুলিশের ওপর হামলা ও আহত করার অভিযোগে একটি মামলা দায়ের করেছে।