বাংলাদেশ ভ্রমণে বিশেষ সতর্কতা তুলে নিয়েছে দক্ষিণ কোরিয়া। সোমবার থেকে এই সতর্কতা প্রত্যাহার করা হয়েছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তবে চট্টগ্রাম পার্বত্য এলাকায় ভ্রমণ সতর্কতা শিথিল করা হয়নি। আর দক্ষিণ কোরিয়ার যেসব নাগরিক বাংলাদেশ ভ্রমণ করতে চান, তারা যেন ভ্রমণ সতর্কতা দেখে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ভ্রমণ করেন সেজন্য সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অনুরোধ করেছে।