Sat. Oct 25th, 2025
Advertisements

নওগাঁ : নওগাঁর সাপাহারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্যালকের লাঠির আঘাতে দুলাভাই নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সোনাডাঙ্গা গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, সকালে ওই গ্রামের মৃত গুল মোহাম্মাদের ছেলে শুকুদ্দী (৫০) পাশাপাশি বাড়ীর তার দুলাভাই মৃত দাউদ আলীর ছেলে আব্দুল হাকিমের মধ্যকার রাস্তার এক পাশের মাটি কেটে তার বাড়ীর দিকে উঁচু করে বাধাই করছিল। এ সময় শুকুদ্দীর দুলাভাই আব্দুল হাকিম তাকে একপাশ হতে মাটি কাটতে নিষেধ করে। শুকুদ্দী তার নিষেধ উপেক্ষা করে মাটি কাটতে থাকলে হাকিম তাতে বাধা প্রদান করে। এ সময় দুলাভাইয়ের বাধা দেওয়াতে রাগান্বিত হয়ে শুকুদ্দী ও তার ছেলে মমিরুল তাকে এলোপাথাড়ী পেটাতে থাকে। শ্যালক ও তার ছেলের পেটুনি খেয়ে এক সময় হাকিম জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লে গ্রামের লোকজন শুকুদ্দীকে ধরে বেধে রেখে দুপুর দেড়টার দিকে হাকিমকে সাপাহার হাসপাতালে নিয়ে আসে। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক শুকুদ্দীকে ধরে থানা হেফাজতে নেয় এবং তার ছেলে মমিরুল সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যায় বলে স্থানীয় লোকজন জানায়।
সাপাহার থানার (ওসি) রেজাউল ইসলাম ঘাতক শুকুদ্দীকে আটকের সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।