কামরুল হাসান, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার সময় সেনিহারী ডিলার-মেসার্স তুহিন এন্টারপ্রাইজ-এর মাধ্যমে ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়নে ১০ টাকা কেজি দরে চাল বিক্রিয় উদ্ধোধন করেন রুহিয়া পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যন অনিল কুমার সেন। এ কর্মসূচির আওতায় ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়নে মোট ৮৩৩জন দরিদ্র ও অসহায় ব্যক্তি এ সূফল ভোগ করতে পারবে। এ সময় উপস্থিত ছিলেন ২০নং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরু, এনামুল ইসলাম, ইউপি সদস্য আবুল কাশেম, লুৎফর রহমান, নুর জামাল, আব্দুল জব্বার প্রমুখ।