জঙ্গিবাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করতে নীলফামারীতে জঙ্গিবাদ বিরোধী পোস্টার সেঁটেছে জেলা পুলিশ। আজ সকাল ১০ টা থেকে শহরের চৌরঙ্গী মোড় থেকে এ কার্যক্রম শুরু করেন পুলিশ সুপার জাকির হোসেন খান। শহরের বিভিন্ন যানবাহন ও দেয়ালে সাঁটানো হয় এসব জঙ্গিবিরোধী পোস্টার। এসময় সহকারী পুলিশ সুপার ফিরোজ কবীর, চেম্বার অব কমার্সের সভাপতি এস.এম. ডাবলু শাহ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আকতার, গোয়েন্দা শাখার ওসি শাহজাহান পাশাসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।