Sat. Oct 25th, 2025
Advertisements

20খোলা বাজার২৪, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০১৬: তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে বাংলাদেশ সফরে একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচে প্রথমে ব্যাটিং করছে সফরকারী আফগানিস্তান। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশের অধিনায়ক ইমরুল কায়েস।

নারায়নগঞ্জের ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে চলমান এ ম্যাচ দিয়ে নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ পাবেন ইমরুল, মোসাদ্দেক হোসেন ও সাব্বির রহমান। এরা তিনজনই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াডে রয়েছেন।
আগামী ২৫ সেপ্টেম্বর তিন ম্যাচ সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। একই ভেন্যুতে পরের দু’টি অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর ও ১ অক্টোবর। সবগুলো ম্যাচই দিবা-রাত্রির।
বিসিবি একাদশের স্কোয়াড : ইমরুল কায়েস, আনামুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, লিটন কুমার দাস, শুভাগত হোম, আবু হায়দার রনি, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ আল আমিন, শুভাষিশ রায় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ ও আলাউদ্দিন বাবু।
আফগানিস্তান স্কোয়াড : আসগর স্টানিকজাই (অধিনায়ক), আমির হামজা, দৌলত জাদরান, ফরিদ আহমেদ, হাসমাতুল্লাহ শাইদি, ইহসানউল্লাহ জানাত, করিম জানাত, মিরওয়াইজ আশরাফ, মোহাম্মদ নবী, মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), নাজিবুল্লাহ জাদরান, নাভিন-উল-হক, নওরোজ মঙ্গল, রহমত শাহ, রশিদ খান, সামিউল্লাহ শেনওয়ারি ও সাবির নুরি।