Sat. Oct 25th, 2025
Advertisements

21খোলা বাজার২৪, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০১৬: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল কোমল পানীয় (বেভারেজ পার্টনার) হলো প্রাণ আপ।

বৃহস্পতিবার বিসিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাণ বেভারেজ লিমিটেড আগামী দুই বছর বিসিবির বিভিন্ন আয়োজনে কোমল পানীয় প্রাণ আপ সরবরাহ করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির মার্কেটিং ডিরেক্টর কাজী ইনাম আহমেদ, প্রাণ বেভারেজের প্রধান পরিচালন কর্মকর্তা আনিসুর রহমান প্রমুখ।
আনিসুর রহমান বলেন, ‘ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতে আমরা বিভিন্ন খেলায় সম্পৃক্ত থাকার চেষ্টা করব।’
প্রাণ-আরএফএলের মিডিয়া ম্যানেজার জিয়াউল হকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।