Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

61খোলা বাজার২৪, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০১৬: আন্তর্জাতিক ক্রিকেটে ৩০ বছরের পথচলা। ১৯৮৬ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে একদিনের ক্রিকেটে অভিষেক হয় বাংলাদেশের।

এই ত্রিশ বছরে অনেক রেকর্ডের সাক্ষী বাংলাদেশ। তিন দশকে বাংলাদেশ খেলেছে ৩১৩টি ওয়ানডে ম্যাচ। ৩২ দশমিক ০৩ গড়ে ৯৯টি ম্যাচ জিতেছে টাইগাররা। হেরেছে ২১০টিতে।
আর একটি ম্যাচ জিতলেই জয়ের সেঞ্চুরি পূর্ণ হবে লাল-সবুজের পতাকাধারীদের। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজেই শততম জয় হাতছানি দিচ্ছে বাংলাদেশকে।
এরই মধ্যে আফগানদের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচ জিতেছে মাশরাফি বাহিনী। আগামী বুধবার মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে জয় পেলেই শততম ম্যাচ জয়ী হবে বাংলাদেশ।
৫৪৬ ম্যাচ জিতে ওয়ানডেতে জয়ের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ৮৮২টি ম্যাচ খেলেছে অজিরা। ৪৫৪ ম্যাচ জিতে যৌথভাবে তালিকার দ্বিতীয় স্থানে ভারত-পাকিস্তান।
তৃতীয় সর্বোচ্চ ৩৭৬টি ম্যাচে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ড ৩২৬, নিউজিল্যান্ড ৩১১, দক্ষিণ আফ্রিকা ৩৪৩ এবং শ্রীলংকা ৩৬৫টি ম্যাচে জয় পেয়েছে।