Tue. Oct 21st, 2025
Advertisements

full_1544131375_1443845577

খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬:  পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) কর্তৃপক্ষ আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ৩৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার প্রিলিমিনারী টেস্ট চলাকালে যেকোন ধরনের ইলেক্ট্রিক্যাল ডিভাইস বহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

আজ পিএসসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বই, ক্যালক্যুলেটর, ব্যাগ ও সকল ধরনের ঘড়ি বহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সময় দেখার জন্য প্রতিটি পরীক্ষা কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক দেয়াল ঘড়ি বসানো হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থীরা কোন প্রকার ইলেক্ট্রিক্যাল ডিভাইস বহন করলে পিএসসির বিধান মোতাবেক তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। এমনকি পরবর্তীতে তাদের পিএসসির অধীনে সকল পরীক্ষায় অংশগ্রহণ নিষিদ্ধ করা হবে।
উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে দুই ঘণ্টার বিসিএস প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হবে।