Tue. Oct 21st, 2025
Advertisements

21খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬: মৌলভীবাজারে নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে মৌলভীবাজার জেলা প্রশাসন কার্যালয়ের সম্মুখ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুকুর রহমান শিকদার এর সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো:তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান,বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের আহব্বায়ক সৈয়দ নওসের আলী খোকন।এতে বক্তব্য রাখেন,সাংবাদিক সালেহ এলাহি কুটি,হাসনাত কামাল,নজরুল ইসলাম মুহিব প্রমুখ। আলোচনায় জেলার সম্ভাবনাময় বিভিন্ন পর্যটন স্পট নিয়ে আলোচনা হয়। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অংশ নেন।