খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬: বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার রাঙ্গামাটিতে মোটর শোভাযাত্রা ও আলোচনা সভাসহ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউট প্রাঙ্গণ হতে এক বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা বের হয়ে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার গিয়ে শেষ হয়। এরপর শহীদ মিনার চত্ত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এছাড়াও বিকালে ঐতিহ্যবাহী পিঠা উৎসব এবং সন্ধ্যায় আয়োজন করা হয় ফানুস উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।
রাঙ্গামাটির সম্ভাবনাময় পর্যটন শিল্পের বিকাশ ও উন্নয়নে উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ, স্থানীয় পর্যটন কর্পোরেশন এবং আবাসিক হোটেল-মোটেল মালিকদের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপনের জন্য এসব কর্মসূচির আয়োজন করা বলে জানান আয়োজকরা।
সকালে শোভাযাত্রা শেষে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও স্থানীয় পর্যটন বিভাগের আহবায়ক অমিত চাকমা রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্যনির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) চিত্ত রঞ্জন পাল, সিভিল সার্জন ডা. ¯েœহ কান্তি চাকমা, রাঙ্গামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা, স্থানীয় হোটেল মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নেছার আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, পাহাড়, ঝরনা, লেক পরিবেষ্টিত পার্বত্য জেলা রাঙ্গামাটি পর্যটনের জন্য বিশাল সম্ভাবনাময় অঞ্চল। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে এখানকার পর্যটন শিল্পের বিকাশ ও উন্নয়নে বিশেষ উদ্যোগ নেয়া হলে রাঙ্গামাটি হবে আন্তর্জাতিকভাবে আকর্ষণীয় পর্যটন এলাকা। পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নসহ জাতীয় অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখতে পারে এমনটা উদ্যোগ। সেই লক্ষ্যে সরকার স্থানীয় পর্যটন বিভাগকে পার্বত্য জেলা পরিষদে হস্তান্তর করার পর এবারই প্রথম উদ্যোগ হিসেবে ১০০ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। এ লক্ষ্যে বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে আসার আহবান জানান জেলা পরিষদ চেয়ারম্যান।