খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬: সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য বুধবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মরদেহ।
খ্যাতিমান এই লেখক মঙ্গলবার বিকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, প্রথমে সৈয়দ হকের মরদেহ গুলশানে নিজ বাড়িতে নেয়া হবে। সেখানে প্রথম জানাজা শেষে রাতে লেখকের মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হবে।
বুধবার সকাল ১০টায় বাংলা একাডেমিতে নেয়া হবে সৈয়দ হকের মরদেহ। এরপর বেলা ১১টায় দেশবরেণ্য এই কবির মরদেহ সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।
দুপুরে জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে কবির জানাজা অনুষ্ঠিত হবে।
দাফনের জন্য সৈয়দ হকের মরদেহ কুড়িগ্রামে নেয়া হবে। সেখানে নিজের নামে বরাদ্দ করা জমিতে সমাহিত হবেন সব্যসাচী এই লেখক।