শরীয়তপুরে কীর্তিনাশা নদীতে সদর উপজেলার রাজগঞ্জ বড় ব্রীজের নিচে ভাসমান অজ্ঞাত এক হিন্দু পুরুষের অর্ধগলিত লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল অনুমান সাড়ে ১১টায় এক ব্যক্তির লাশ জোয়ারের পানিতে স্রোতের সাথে ব্রীজের নিকট ভেসে আসে। শত শত নারী পুরুষ লাশ দেখে নদীর পাড়ে ভিড় জমায়। এ সময় স্থানীয় লোকজন লাশটি পাড়ের কাছে আটকে রেখে পালং মডেল থানায় খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশ ধারনা করছে লাশটি পদ্মা নদী থেকে জোয়ারের সাথে কীর্তিনাশা নদীতে ঢুকে পড়ে। তবে ৭/৮ দিনের পুরনো লাশ। এ সংবাদ লেখা পর্যন্ত লাশের পরিচয় মিলেনি। লাশের পরনে ছিল লাল হাফপ্যান্ট গায়ে ছিল সাদা সেন্টুগেঞ্জি ও ডোরা ফুলহাতার শার্ট। ডান হাতের কবজিতে একটি রাবারের কালো ক্যাপ পরা। এ ব্যাপারে পালং মডেল থানায় একটি সাধারন ডাইরী করা হয়েছে।
পালং মডেল থানার ওসি মোঃ খলিলুর রহমান বলেন, ৭/৮দিনের পুরনো একটি হিন্দু লোকের অর্ধগলিত লাশ কীর্তিনাশা নদী থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি সাধারন ডাইরী করা হয়েছে।