খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬ : রাঙ্গামাটিতে অব্যাহত লোডশেডিং বন্ধ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বৃহস্পতিবার শহরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাঙ্গামাটিবাসী। এ সময় বিদ্যুৎ বিভাগকে হুশিয়ার করে বক্তারা বলেছেন, দাবিটি না মানলে প্রয়োজনে আমরা কঠোর অবস্থানে যেতে বাধ্য হব।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় সামনে আয়োজিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি পৌরসভা মেয়র আকবর হোসেন চৌধুরী, সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, উন্নয়ন সংগঠক ললিত সি চাকমা, বৃহত্তর বনরূপা ব্যবসায়ীকল্যাণ সমিতির সভাপতি মো. আবু সৈয়দ, রাঙ্গামাটি রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এম জিসান বখতেয়ার প্রমুখ।
উল্লেখ্য, সদ্য বর্ষায় লেকে পানি বেড়ে কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বাড়লেও স¤প্রতি শহরসহ গোটা রাঙ্গামাটি জেলায় বিদ্যুতের চরম ভোগান্তির সৃষ্টি হয়। অব্যাহত লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রায় সময় অন্ধকারে নিমজ্জিত থাকছে রাঙ্গামাটি। এতে লোডশেডিং বন্ধ এবং শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার দাবিতে শেষ পর্যন্ত আন্দোলনে নামেন ক্ষুব্দ রাঙ্গামাটিবাসী।
বৃহস্পতিবার অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, রাঙ্গামাটির মানুষের ত্যাগের বিনিময়ে তথা সেখানকার মানুষকে বাস্তুচ্যুত করে ১৯৬০ সালে কাপ্তাই পানিবিদ্যুৎ উৎপাদন প্রকল্প স্থাপন করা হয়। কিন্তু সেই প্রকল্পে উৎপাদিত বিদ্যুৎ সারা দেশকে আলোকিত করলেও রাঙ্গামাটিকে বাতির নিচে অন্ধকারে রাখার মতো এ জেলাবাসীকে বিদ্যুৎ থেকে বঞ্চিত রাখা হচ্ছে। এটা রাঙ্গামাটিবাসী এতদিন নীরবে সহ্য করে এলেও আর করবে না। এখন থেকে শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না করলে যে কোনো কঠোর অবস্থান গড়ে তুলতে বাধ্য হবে রাঙ্গামাটিবাসী। এতে যে কোনো পরিস্থিতির জন্য দায়ী থাকবে সরকার।
বক্তারা রাঙ্গামাটিতে অব্যাহত লোডশেডিংসহ বিদ্যুৎ সংকটের জন্য বিদ্যুৎ বিভাগের গাফিলতিকে দায়ী করে অবিলম্বে সমস্যার সুরাহা করার দাবি জানিয়ে বলেন, অন্যথায় আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে।