দিনাজপুর : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা সভাকক্ষে ভূমি বিষয়ে অধিপরামর্শ এক সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা সভাকক্ষে গ্রাম বিকাশ কেন্দ্র জিবিকে আলো প্রকল্প পার্বতীপুর এর আয়োজনে ভূমি বিষয়ে অধিপরামর্শে সভায় গ্রাম বিকাশ সেন্ট্রাল কো-অর্ডিনেটর প্রজেক্টের এম এ বশির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ তৌফিক ইমাম বক্তব্য রাখেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ এহেতেশাম রেজা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাছিম আহম্মেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আদিবাসী ফেডারেশনের সভাপতি কলম্বাস মার্ডী, গ্রাম বিকাশ কেন্দ্রে আলো প্রকল্পের কো-অর্ডিনেটর আব্দুল হাকিম, শিবনগর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী বিপ্লব, এলুয়াড়ি ইউপি চেয়ারম্যান মাওলানা নবিউল ইসলাম, ফুলবাড়ী সুজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, আলাদিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মোজাফ্ফর হোসেন চৌধুরী, মেরি পাওডা, অনিল হাঁসদা, আলাদিপুর ইউনিয়নের আদিবাসী সোম কিস্কু। এ সময় উপস্থিত ছিলেন গ্রাম বিকাশ প্রকল্পের কর্মকর্তা মোঃ নুরে আলম সিদ্দিকী, মার্কেট ডেলেভপমেন্ট অফিসার মোঃ মনোয়ার হোসেন, মনিটরিং ইভালুয়েশন এন্ড ডকুমেন্টশন অফিসার মোঃ দেলোয়ার হোসাইন, গ্রাম বিকাশের ইউনিট ম্যানেজার গণেশ হেম্ব্রম, সিডিএফ এর ফুলবাড়ী ইউনিটের মোঃ রবিউল ইসলাম, মানব কল্যাণ পরিষদের প্রকল্প সমন্বয়কারী একরামুল হক, ফুলবাড়ী ব্র্যাক ক্ষমতায়ন কর্মসূচি এর ম্যানেজার মিনহাজুল হায়াত, ফুলবাড়ী এনজিও কো-অর্ডিনেশন ফোরামের সাধারণ সম্পাদক ও এনডিএফ এর ইউনিট ম্যানেজার এর ইউনিট ম্যানেজার এস এম মাসুদুর রহমান, রাঙামাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব একরমুল হক, ফুলবাড়ী থানার ওসি তদন্ত আব্দুর রহমান, সমাজ সেবা অফিসের কর্মকর্তা আলেয়া ফুলবাড়ী উপজেলা কৃষিবিদ মোঃ এটিএম হামিম আশরাফ। উপজেলার ৭টি ইউনিয়নের সচিব, ইউনিয়নের আদিবাসী স¤প্রদায়ের নারী পুরুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এনজিও কর্মীগণ এবং প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার সংবাদ কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন গ্রাম বিকাশ কেন্দ। সহযোগীতায় ছিলেন হেকস্-ইপার সুইজারল্যান্ড। ভূমি বিষয়ে অধিপরামর্শ অনুষ্ঠানটি পরিচালনা করেন গ্রাম বিকাশের প্রকল্প সমন্বয়কারী মোঃ আব্দুল হাকিম।