ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ফুলের তোড়া ও শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ কামনা করে পাঠানো ফুলের তোড়া ও শুভেচ্ছা কার্ড ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের কাছে হস্তান্তর করেছে ভারতীয় দূতাবাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অবস্থান করায় সেখানেই শুভেচ্ছা বার্তা পাঠানো হয়।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী এক চিঠিতে কঠিন সময়ে আশার বাতিঘর হিসেবে উল্লেখ করে বাংলাদেশের জনগণের সাহসিকতাপূর্ণ নেতৃত্বদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন।
মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখেন, আপনার সক্ষম দায়িত্বশীল নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন থেকে নিরাপত্তা, সকল ক্ষেত্রে দ্রুত অগ্রগতি এবং সকল জনগণকে শান্তি ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে গেছে।