Mon. Oct 20th, 2025
Advertisements

50kখোলা বাজার২৪, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬ : উরিতে হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্কের ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। ইতিমধ্যে পাকিস্তানের অভ্যন্তরে ভারতের ‘সার্জিক্যাল স্ট্রাইক’ অপারেশনের ঘটনায় পাল্টা হামলা চালানোর কথা ভাবছে পাকিস্তান।
এই উত্তেজনার প্রভাব পড়েছে দুই দেশের বিনোদন জগতেও।
কিছুদিন আগে ভারত থেকে পাকিস্তানি শিল্পীদের ফেরত পাঠানোর কথা উঠেছিল।
এবার পাকিস্তানে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শন করবে না বলে ঘোষণা দিয়েছে দেশটির হল মালিকরা। খবর ডন’র।
করাচির নুপ্লেস ও আট্রিয়াম সিনেমা হল কর্তৃপক্ষ জানায়, তারা তাদের হলে কোনো ভারতীয় ছবি প্রদর্শন করবে না। বর্তমানে সেখানে অমিতাভ বচ্চন অভিনীত পিঙ্ক ছবি চলছে।
নুপ্লেক্স সিনেমা নিজেদের ফেসবুক পেজে জানায়, পাকিস্তানের সামরিক বাহিনীর সঙ্গে একাত্মতা ঘোষণা করে তারা কোনো ভারতীয় সিনেমা প্রদর্শন করবে না।
অ্যাট্রিয়াম সিনেমাসও তাদের ওয়েবসাইটে একইরকম ঘোষণা দেয়।