Tue. Oct 21st, 2025
Advertisements

খোলা বাজার২৪, রবিবার, ২ অক্টোবর, ২০১৬ :  ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের নোয়াবাদ বাদ নামক স্থানে শনিবার দিবাগত রাতে ক্যারাম খেলার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে লোকমান হোসেন নামের এক সিএনজি চালক খুন হয়েছে।

স্থানীয়রা জানায়, ওই দিন রাতে নোয়াবাদ এলাকার দোকানদার নিজম উদ্দিন নিহতের পুত্র সোহেলকে ক্যারাম খেলার টাকা নিয়ে কথা কাটাকটি নিয়ে ব্যাপক মারধর করে। পরে সোহেলে পিতা লোকমান হোসেন এর প্রতিবাদ করতে গেলে দোকানদার নিজাম হাতাহাতির এক পর্যায় তাকে পেটে চুরি আঘাত করে।

এসময় এলাকাবাসী প্রথমে ফেনী আধুনিক সদর হাসপাতালে পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে রাতে তিনি সেখঅনে মৃত্যুবরণ করে। নিহত লোকমান হোসেন পেশায় একজন সিএনজি চালক এবং ওই এলাকার আবদুর রবের পুত্র।