খোলা বাজার২৪, রবিবার, ২ অক্টোবর, ২০১৬ : সোনাগাজী উপজেলায় সদর ইউনিয়নের চর খোয়াজ গ্রামের গ্রামে গতকাল শনিবার বিকালে মায়ের সাথে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৫ম শ্রেনীর এক ছাত্রীর করুন মৃত্যু হয়েছে। পুলিশ ও পরিবার সূত্রে জানায়, গতকাল দুপুরে চর খোয়াজ গ্রামর মনোহর আলী বাড়ীর কামরুজ্জামান মেয়ে স্থায়ী চর খোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণীর ছাত্রী সুলতানা আক্তার স্কুল থেকে এসে মাতা হাছিনা খাতুনের সাথে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে নেমে গায়ের জামা খোলার সময় গলায় জামা পেছিয়ে শ্বাস বন্ধ হয়ে পানিতে ডুবে যায়। হঠাৎ করে চিৎকার করায় মাতা হাছিনা খাতুন মেয়েকে উঠাতে চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে। সুলতানার মৃত্যুর খবর সহপাটি ও এলাকায় ছড়িয়ে পড়লে সকলের মাঝে শোকের ছায়া নেমে আসে।